ভোলায় এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন স্কুলছাত্রী!
এক ঘণ্টার জন্য ভোলার এসপির দায়িত্ব পেয়েছেন তাসনিম আজিজ রিমি (১৫) নামে এক কিশোরী। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে এক ঘণ্টার জন্য এ দায়িত্ব দেন ভোলার এসপি সরকার মোহা’ম্ম’দ কায়সার।





‘মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতা’ এ স্লোগান নিয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্লান ইন্টারন্যাশনালের আয়োজনে এক অনুষ্ঠানে এ দায়িত্ব দেয়া হয় তাকে।





তাসনিম আজিজ রিমি ভোলা পৌর ১নং ওয়ার্ডের ইলিশা বাসস্টান্ড এলাকার তারেক আব্দুল আজিজের মেয়ে ও ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।





রিমির বাবা তারেক আব্দুল আজিজ ভোলা শহরের একজন ব্যবসায়ী ও মা মর’িয়ম বেগম ভোলা সদর উপজে’লার বা’প্ত া ভোটের ঘর এলাকার নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।এক ভাই ও এক বোনের মধ্যে রিমি ছোট।





তার বড় ভাই তাহসিন আজিজ রিমন পটুয়াখালীতে একটি কলেজে মাস্টার্স করছেন। তাসনিম আজিজ রিমি জানান, ভোলা জে’লাকে নারী ও শিশুবান্ধব জে’লায় রূপান্তরিত করে ধ’র্ষণ, ইভটিজিংসহ সব ধরনের অ’পরাধমুক্ত করতে আমি প্রস্তাবনা দিয়েছি। এটা বাস্তবায়ন করতে পারলে সারাদেশের ৬৪ জে’লার মধ্যে ভোলা জে’লা অ’পরাধমুক্ত ও শান্তিপ্রিয় জে’লা হিসেবে রোল মডেলে পরিণত হবে।





ভোলা পুলিশ সুপার সরকার মোহা’ম্ম’দ কায়সার জানান, ভোলা জে’লাকে সব ধরনের অ’পরাধমুক্ত করতে আমর’া কাজ করে যাচ্ছি। সকল ঘটনাকে আমর’া অধিক গু’রুত্ব দিয়ে কাজ করছি। আশা করি সকলের সহযোগিতায় আমর’া অনেক দূর এগিয়ে যাব’।





অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভোলা মহিলা বি’ষয়ক কর্মক’র্তা মো. আক্তার হোসেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলীসহ প্রমূখ।এসময় তাসনিম আজিজ রিমির পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।